মার্ক কার্নি কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। ৫৯ বছরের এই প্রাক্তন ব্যাঙ্কার জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন। ট্রুডো ৯ বছরেরও বেশি সময় প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন। ওটাওয়ায় গতকাল কানাডার ২৪ তম প্রধানমন্ত্রী হিসাবে কার্নির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজা চার্লসের ব্যক্তিগত প্রতিনিধি গভর্নর জেনারেল মেরি সাইমন। ২৪ সদস্যের এক নতুন মন্ত্রিসভাও কার্নির সঙ্গে শপথগ্রহণ করেছে। এদের মধ্যে ১১ জন মহিলা।
শপথগ্রহণের পর তাঁর প্রথম সাংবাদিক সম্মেলনে নতুন প্রধানমন্ত্রী কার্নি বলেন, কানাডা কখনই মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হবে না। এটি একটি ভিন্ন দেশ। তবে আমেরিকা এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে যথাযথ মর্যাদার প্রত্যাশা করেন কানাডাবাসী। কানাডার সার্বভৌমত্বের প্রতি ডোনাল্ড ট্রাম্প প্রাপ্য সম্মান দিলে তিনি তাঁর সঙ্গে দেখা করতে প্রস্তুত করতে বলেও কার্নি জানিয়েছেন।
তিনি আরও বলেন, এই মুহূর্তে ওয়াশিংটন সফরের কোনো পরিকল্পনা তাঁর নেই। তবে মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে টেলিফোনে শীঘ্রই বার্তালাপ হবে বলে আশা প্রকাশ করেছেন নতুন কানাডীয় প্রধানমন্ত্রী।
ফরাসী রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রোঁ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করতে শীঘ্রই তাঁর ইউরোপ সফরের পরিকল্পনা রয়েছে বলে কার্নি জানিয়েছেন।
উল্লেখ্য ২০০৮-এ কানাডার আর্থিক সঙ্কটের সময় কার্নি ছিলেন ব্যাঙ্ক অফ কানাডার প্রধান। সেই সঙ্কট দক্ষ ভাবে সামলানোর ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।