মার্কিন সিনেট ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী জয় ভট্টাচার্যকে জাতীয় স্বাস্থ্যইনস্টিটিউট– NIH-এর পরিচালক হিসেবে নিয়োগের বিষয়টি সুনিশ্চিত করেছে।
মার্কিন সিনেটের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, মঙ্গলবার ৫৩-৪৭ ভোটে জয় পেয়েছেন জয় ভট্টাচার্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর নভেম্বরে অষ্টাদশ NIH পরিচালক হিসেবে ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চের গবেষণা সহযোগী, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য নীতির অধ্যাপক এবং হুভার ইনস্টিটিউট, স্ট্যানফোর্ড ইনস্টিটিউট ফর ইকোনমিক পলিসি রিসার্চের একজন সিনিয়র ফেলো জয় ভট্টাচার্যের নাম মনোনীত করেছিলেন।