মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে জয় সুনিশ্চিত করেছেন রিপাবলিকান পার্টির নেতা প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। চার বছর আগে জো বাইডেনের কাছে পরাজিত হওয়ার পর এবার ফের মার্কিন মসনদে বসতে চলেছেন ট্রাম্প। নির্বাচনে নিজেকে জয়ী দাবী ট্রাম্প আজ পাম বীচে উচ্ছ্বসিত জনতার সামনে ভাষন দেন।
অন্যদিকে, পরাজয়ের দিকে ফলাফল এগিয়ে চলছে দেখে হ্যারিস, হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে তাঁর পূর্ব নির্ধারিত ভাষনের কর্মসূচী বাতিল করে দিয়েছেন।
উল্লেখ্য, টান টান উত্তেজনাপূর্ণ মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে আজ সকাল থেকে শুরু হয় গননা। ফক্স নিউজ সূত্রে জানা গেছে, ম্যাজিক ফিগার ২৭০ পেরিয়ে রিপাবলিকানদের দখলে যাচ্ছে ২৭৭ টি আসন। এর মধ্যে অন্যতম পেনসিলভেনিয়া এবং জর্জিয়া। পেনসিলভেনিয়ায় ট্রাম্পের জইয়ের ব্যাপারে অনেক আগে থেকেই বিভিন্ন সমীক্ষায় পূর্বাভাস মিলছিল। এদিকে, ২০২০ সালে জর্জিয়া ছিল ডেমোক্র্যাটদের দখলে যা এ এবার তাদের হাতছাড়া হলো।
রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও ট্রাম্পের দল মার্কিন কংগ্রেসেও তাদের শক্তিবৃদ্ধি করেছে। ওহিও এবং ওয়েস্ট ভার্জিনিয়া জয় করে তারা সেনেটের ক্ষমতা পুনরায় দখল করেছে। হ্যারিস, নিউ হ্যাম্পশায়ার, ভার্জিনিয়া এবং নেব্রাস্কায় জয়ী হলেও মিশিগান, উইসকনসিনের মতো প্রদেশে পিছিয়ে পড়েন।