মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের নির্দল প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়ার, হোয়াইট হাউসের প্রতিদ্বন্দ্বিতার দৌড় থেকে নিজের নাম প্রত্যাহার করে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করার কথা ঘোষনা করেছেন। এক বার্তায় কেনেডি জানিয়েছেন, তিনি তাঁর প্রচার কর্মসূচী শেষ করছেন এবং তিনি বিশ্বাস করেন, ভোটে জয়লাভের জন্য তাঁর জন্য কোনো বাস্তবসম্মত পথ নেই। ১০ টি প্রধান কেন্দ্র থেকে তিনি তাঁর নাম প্রত্যাহার করার কথাও একই সঙ্গে জানিয়ে দেন যাতে ডোনাল্ড ট্রাম্পের ভোট সংখ্যায় ঘটতি না পড়ে।
উল্লেখ্য, কেনেডি ২০২৩ এর এপ্রিলে কেনেডি প্রাথমিক ভাবে ডেমোক্র্যাটিস প্রার্থী হিসেবে তাঁর ভোট প্রচার শুরু করেছিলেন, পরবর্তী কালে দলের চাপে পড়ে তাঁকে কৌশল পরিবর্তন করতে হয়। ঐ বছরই অক্টোবর মাসে নির্দল প্রার্থী হিসেবে প্রচার শুর করেন রবার্ট এফ কেনেডি জুনিয়ার।