মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, গাজায় আটক সব পনবন্দীদের অবিলম্বে মুক্তি এবং নিহতদের দেহ ফিরিয়ে দেওয়ার জন্য হামাসকে হুঁশিয়ারি দিয়েছেন। হোয়াইট হাউস সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সরাসরি আলোচনায় বসার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পরই ট্রাম্প একথা বলেন। তিনি হামাসকে নির্মূল করার জন্য ইজরায়েলকে সবধরণের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, পনবন্দীদের মুক্তি না দেওয়া হলে হামাসের একজন সদস্যও নিরাপদ থাকবে না। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প এই পরিস্থিতিকে জরুরি অবস্থা বলে উল্লেখ করে বলেন, নিহতদের দেহ আটকে রাখা ‘অসুস্থ ও বিকৃত‘ মানসিকতার পরিচয়।
Site Admin | March 6, 2025 1:37 PM
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, গাজায় আটক সব পনবন্দীদের অবিলম্বে মুক্তি এবং নিহতদের দেহ ফিরিয়ে দেওয়ার জন্য হামাসকে হুঁশিয়ারি দিয়েছেন।
