মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার তিন বৃহত্তম বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ ঘোষণার দ্রুত জবাব দিয়েছে মেক্সিকো, চীন ও কানাডা। মধ্যরাতের পরে ট্রাম্প প্রশাসন মেক্সিকো ও কানাডার আমদানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক ধার্য করলেও কানাডিয় বিদ্যুৎ শক্তির উপর ১০ শতাংশ লেভি ধার্য করা হয়েছে। গত মাসে চীনের পণ্যের উপরে শুল্ক দ্বিগুণ করে কুড়ি শতাংশ করা হয়।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাংবাদিক সম্মেলনে আমেরিকার এই শুল্ক আরোপের যৌক্তিকতা খারিজ করে দিয়ে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র তার ঘনিষ্ঠ অংশীদার ও বন্ধু কানাডার বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে। তিনি বলেন এর জবাবে তার দেশ এক হাজার কোটি টাকারও বেশি মূল্যের আমেরিকার পণ্যের উপর ২১ দিনের মধ্যে শুল্ক আরোপ করবে।
পরে, মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর সঙ্গে শীঘ্রই বৈঠকে বসবে। এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন শুল্ক আরোপের বিষয়টি বন্ধ করা হ না হলেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সমঝোতায় আসবেন ।
মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া সেইনবাউম বলেছেন মার্কিন নতুন শুল্ক আরোপের যোগ্য জবাব দেওয়া হবে।
এদিকে, শুল্ক হ্রাসের বিষয়ে কোনরকম আলাপ আলোচনার জায়গা নেই বলে গত সোমবার ট্রাম্পের ঘোষণার পর আমেরিকার শেয়ারবাজারে দ্রুত পতন লক্ষ্য করা যায়। নতুন শুল্কু লাগু হওয়ার পর গতকাল বেশিরভাগ শেয়ারের দামে নিম্নমুখী ছিল।