মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন বলেছেন লেবাননে যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনার সম্ভাবনা থাকলেও গাজার ক্ষেত্রে সেই লক্ষ্য অর্জন কঠিন। বার্লিনে একদিনের সফরে জার্মানির চ্যান্সেলর ওলাফ সোলজ ,ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে আলোচনায় রাষ্ট্রপতি বাইডেন এই মন্তব্য করেন। নেতৃবৃন্দ ইসরায়েলের ওপর ইরানের হামলার নিন্দা করেন। অন্যদিকে লেবাননে যুদ্ধবিরতির লক্ষ্যে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের রেজোলিউশন ১ হাজার ৭০১ এর ওপর ভিত্তি করে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন তাঁরা। ইতোমধ্যে আমেরিকা, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন বার্লিনে বৈঠকের পর যৌথ বিবৃতিতে ইউক্রেনকে সমর্থন করার বিষয়ে তাদের দায়বদ্ধতার কথা বলেছে।
Site Admin | October 19, 2024 12:02 PM