মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধ বিরোধী চুক্তি হামাস গ্রহণ করতে অস্বীকার করলে ইজরায়েল গাজা ভূখণ্ডে মানবিক সহায়তা পৌঁছানোর কাজ বন্ধ করে দেবে বলে জানিয়েছে। গত শনিবার এই মানবিক সহায়তা দান প্রক্রিয়ার প্রথম পর্যায়ে শেষ হয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে পবিত্র রমজান মাসে বর্তমান শান্তি প্রক্রিয়া তারা সাময়িকভাবে বৃদ্ধি করার মার্কিন প্রস্তাবে সম্মত ছিল। ইসরায়েল সতর্ক করে দিয়ে বলেছে, হামাস যদি মার্কিন প্রস্তাব অস্বীকার করে তাহলে পরিস্থিতি অন্যদিকে মোর নিতে বাধ্য। হামাস, যুদ্ধ বিরতি চুক্তি থমকে যাওয়ার নেপথ্যে ইজরাইলকেই দায়ী করেছে। বর্তমানে পরিস্থিতির জন্য শান্তি প্রক্রিয়ার প্রধান মধ্যস্থকারী দেশ মিশর ইসরাইলকেই দায়ী করেছে। সে দেশের বিদেশ মন্ত্রী বদর আভদেলাত্তি এখনই যুদ্ধবিরতি কার্যকর করার দাবি জানিয়েছে।
Site Admin | March 3, 2025 10:25 AM
মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধ বিরোধী চুক্তি হামাস গ্রহণ করতে অস্বীকার করলে ইজরায়েল গাজা ভূখণ্ডে মানবিক সহায়তা পৌঁছানোর কাজ বন্ধ করে দেবে বলে জানিয়েছে।
