মার্কিন যুক্তরাষ্ট্রে, হারিকেন মিল্টন ক্যাটাগরি-5 সামুদ্রিক ঘূর্নিঝড়ের রূপ নিচ্ছে। ক্রমশ এটি পশ্চিম ফ্লোরিডার দিকে অগ্রসর হচ্ছে। আগামীকালের মধ্যে এটি টাম্পা বে এলাকায় আছড়ে পড়বে। এর প্রভাবে সমুদ্রের জলস্তর ২০ ফুট পর্যন্ত উচ্চতায় পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই ফ্লোরিডার পশ্চিম উপকূল এলাকার বাসিন্দাদের ইতমধ্যেই নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
পরিস্থিতির কথা মাথায় রেখে চলতি সপ্তাহের শেষের দিকে জার্মানি ও অ্যাঙ্গোলা সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।