মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭-তম রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণের পর, ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংগঠন থেকে তাদের দেশের নাম প্রত্যাহার বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছেন। এই নির্দেশিকায় WHO –থেকে সরে আসার জন্য যেসব কারণ দেখিয়েছেন, তার মধ্যে রয়েছে যথাযথভাবে কোভিড-১৯ অতিমারী মোকাবিলায় ব্যর্থতা। এছাড়াও, বিশ্ব স্বাস্থ্য সংগঠনের সংস্কার বিষয়ে জরুরী ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা। মার্কিন রাষ্ট্রপতির অভিযোগ WHO তাদের কাছ থেকে অনেক বেশি অর্থ দাবি করলেও, চীনের কাছে কম অর্থ নেওয়া হয়েছে। তিনি WHO –র বিরুদ্ধে চীনের প্রতি একপেশে মনোভাব নেওয়ার অভিযোগ তোলেন।
আগামী ১২ মাসের মধ্যে রাষ্ট্রসঙ্ঘের এই স্বাস্থ্য সংগঠন থেকে মার্কিন যুক্ত্রারাষ্ট্র সরে আসবে এবং তাদের কোনোরূপ আর্থিক সহায়তা দেওয়া হবে না।