মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বিভিন্ন অংশে ভয়াবহ দাবানলে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। দাবানল ছড়িয়ে পড়ায় লস অ্যাঞ্জেলস কাউন্টির প্রায় ১ লাখ ৮০ হাজার বাসিন্দাকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়িঘর ও স্কুলসহ ৫ হাজার ৩শ’র বেশি ভবন পুরোপুরি ক্ষতিগ্রস্ত।
লাগাতার জোরালো বাতাস বয়তে থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমসিম খেতে হচ্ছে দমকল বাহিনী ও নিরাপত্তা কর্মীদের। আগুনে ক্ষতি হয়েছে প্যারিস হিল্টন, বিলি ক্রিস্টাল, জেমস উডস, এডাম ব্রডি, স্যার এন্থনি হপকিন্স, জন গুডম্যান এনা ফারিস এর মতো তারকার বাড়ির। ১৭ হাজার একর এলাকা জুড়ে লাগা আগুণ নিয়ন্ত্রণে আনতে কাজে লাগানো হচ্ছে হেলিকপ্টার।