মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তীরন্দাজি বিশ্বকাপের প্রথম পর্যায়ে ভারতীয় জুটি জ্যোতি সুরেখা ভেন্নাম এবং ঋষভ যাদব কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টে সোনা জয় করেছে। ভারতীয় জুটি চীনাতাইপেয়ীর কুয়াং আই জৌ এবং চেন চী লুন জুটিকে ১৫৩, ১৫১ পয়েন্টে হারিয়ে দেয়।
তীরন্দাজিতে কম্পাউন্ড মিক্সড টিম ওলিম্পিকে অন্তর্ভুক্ত হওয়ার পর ভারতীয় জুটি এই ইভেন্টে প্রথম চ্যাম্পিয়ান হল।
উল্লেখ্য, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সম্প্রতি ২০২৮ সালের লস্ অ্যাঞ্জেলস্ অলিম্পিকে এই ইভেন্টকে অন্তর্ভূক্ত করার অনুমোদন দিয়েছে।