মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়েন্স এর ফ্রেঞ্চ কোয়ার্টারে বর্ষবরনের রাতে ভিড়ের মধ্যে পিক আপ ট্রাক ঢুকে পড়ার ঘটনায় অন্ততঃ ১৫ জন প্রাণ হারিয়েছেন, আহত অন্তত ৩৫। পুলিশের গুলিতে নিহত শামসুদ্দীন বাহার জব্বার ইচ্ছাকৃতভাবে সমবেত জনতার মধ্যে দিয়ে ট্রাক চালিয়ে দেন বলে অভিযোগ। পিক আপ ট্রাক থেকে একটি এসল্ট রাইফেলও উদ্ধার হয়েছে। এই ঘটনায় দুই পুলিশ আধিকারিকও জখম হয়েছেন। নিহত জব্বারের সঙ্গে ইসলামিক স্টেট জঙ্গী গোষ্ঠী বা অন্য কোন বিদেশি জঙ্গী সংগঠনের যোগাযোগ ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এই হামলার তীব্র নিন্দা করেছেন। শোক সন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।