মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, পাকিস্তান, আফগানিস্তান রাশিয়া সহ ৪৩ টি দেশের নাগরিকদের সেদেশে ঢোকার ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ করবে বলে চিন্তাভাবনা করছে। মার্কিন প্রশাসন তিনটি তালিকা প্রকাশ করেছে।
লাল তালিকাভুক্ত দেশগুলির নাগরিকরা সেদেশে কখনোই ঢুকতে পারবে না। আফগানিস্তান ও ভুটান রয়েছে সেইসব দেশের তালিকায়।
কমলা তালিকাভুক্ত দেশের মধ্যে থাকছে- পাকিস্তান, রাশিয়া এবং মায়ানমারের মতো দেশগুলি। এই দেশগুলির নাগরিকরা আমেরিকায় প্রবেশ করতে পারলেও, বেশ কিছু নিষেধাজ্ঞা তাঁদের মেনে চলতে হবে।
হলুদ তালিকাভুক্ত দেশের নাগরিকদের ৬০ দিন সময় দেওয়া হবে। এই সময়কালে তাঁদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে।
Site Admin | March 17, 2025 8:08 AM
মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, পাকিস্তান, আফগানিস্তান রাশিয়া সহ ৪৩ টি দেশের নাগরিকদের সেদেশে ঢোকার ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ করবে বলে চিন্তাভাবনা করছে।
