মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 18, 2024 2:00 PM

printer

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত মুম্বাই-এ ২৬-১১ হামলার অভিযুক্ত তাহাউর হোসেন রানাকে ভারতে পাঠানোর পক্ষে রায় দিয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত মুম্বাই-এ ২৬-১১ হামলার অভিযুক্ত তাহাউর হোসেন রানাকে ভারতে পাঠানোর পক্ষে রায় দিয়েছে।  ক্যালিফোর্নিয়ার ইউএস কোর্ট অফ আপিল জানিয়েছে,  ভারত-মার্কিন প্রত্যর্পণ চুক্তি অনুসারে রানার প্রত্যর্পণের অনুমতি দেয়া যেতে পারে। ২০০৮ সালে সন্ত্রাসবাদী হামলায় ১৬০ জনেরও বেশি নিহত হন। এই হামলায় রানা অন্যতম অভিযুক্ত বলে ভারত জানিয়েছে।এ কারণে তাকে জেরা করা প্রয়োজন।  তাকে যাতে ভারতে পাঠানো না হয়, ৬৩ বছর বয়সী তাহাউর হোসেন রানা সেই আবেদন জানান। এর প্রেক্ষিতে করা আবেদনের শুনানি শেষে আদালত এ রায় দেয়। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের এক  ম্যাজিস্ট্রেট বিচারক তাকে ভারতে প্রত্যরপণের পক্ষে রায় দেয়।  রানা বর্তমানে লস অ্যাঞ্জেলেস কারাগারে রয়েছে। জংগীগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সদস্য পাকিস্তানী বংশোদ্ভূত ডেভিড কোলম্যান হেডলির ঘনিষ্ঠ সে। হেডলিও ২৬-১১ হামলার ঘটনায় অভিযুক্ত। সে পাক গুপ্তচর সংস্থা আইএসআই -এর সঙ্গেও যুক্ত বলে অভিযোগ রয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন