মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস, সেদেশের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। গতরাতে রাষ্ট্রপতি পদের জন্য প্রয়োজনীয় ফর্ম পূরণ করেন তিনি।
পরে সোশ্যাল মিডিয়ার এক বার্তায় কমলা জোর দিয়ে বলেন, নভেম্বরের ওই নির্বাচনে তাঁর পক্ষে জনগণ ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রত্যেকের আস্থা অর্জন করে তাঁদের ভোট পাওয়ার জন্য তিনি সবরকমের চেষ্টা চালাবেন বলে বর্তমান উপরাষ্ট্রপতি দ্বর্থহীন ভাষায় জানিয়েছেন।
উল্লেখ্য, আগামী ৫’ই নভেম্বর মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে কমলা হ্যারিস ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এবং প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা তাঁকে এই লড়াই-এ সমর্থনের কথা জানিয়েছেন।