মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 22, 2025 7:56 AM

printer

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন বিমান ক্ষেত্রে সবচেয়ে বড় সংস্থা বোয়িং, মার্কিন বায়ুসেনার জন্য,অত্যাধুনিক ফাইটার জেট এফ ৪৭ তৈরি করবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন বিমান ক্ষেত্রে সবচেয়ে বড় সংস্থা বোয়িং, মার্কিন বায়ুসেনার জন্য,অত্যাধুনিক ফাইটার জেট এফ ৪৭ তৈরি করবে। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের উপস্থিতিতে ট্রাম্প গতরাতে ওভাল অফিসে সাংবাদিকদের বলেন,এফ ৪৭ হবে সবচেয়ে আধুনিক ,কর্মক্ষম এবং প্রাণঘাতী যুদ্ধবিমান। আমেরিকা তার বন্ধু দেশগুলির কাছে F-47 এর আধুনিকতম ভার্সানের কম ভার্সান যুক্ত বিমান বিক্রি করবে ।
বোয়িং এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী লকহিড মার্টিন, যারা f-35 এবং f-22 রেপ্টর ফাইটার জেট তৈরি করত,এই ঘোষণার ফলে তারা বড়সড় ধাক্কার সম্মুখীন হলেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন