মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কঠোর সমালোচনা করেছেন। প্রায় তিন বছর ধরে চলা রুশ-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার সঙ্গে মার্কিন প্রশাসনের সরাসরি আলোচনা নিয়ে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে তার এই মন্তব্য । সৌদি আরবের রাজধানী রিয়াধে মার্কিন ও রুশ কর্মকর্তাদের মধ্যে আলোচনার সময় ইউক্রেন এবং তার ইউরোপীয় মিত্রদেশগুলিকে বাদ দেওয়ার ফলে উদ্ভূত সমালোচনার পর ট্রাম্পের এই মন্তব্য। আলোচনা খুব ভালোভাবে চলছে বলে তার দাবী। জেলেনস্কির সমালোচনাকে খারিজ করে দিয়ে তিনি বলেন ইউক্রেনের যুদ্ধ আরও আগেই শেষ হওয়া উচিত ছিল। প্রস্তাবিত শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে নির্বাচন আয়োজনে চাপ দেওয়ার বিষয়েও তিনি গুরুত্ব দেন।
এদিকে যুদ্ধ বন্ধের জন্য একটি দল গঠনে যুক্তরাষ্ট্র ও রাশিয়া একমত হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের জন্য যে কোনও আলোচনায় আবার-ও কিয়েভকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। তুরস্ক সফরকালে তিনি এই বিষয়টি নিয়ে সে দেশের রাষ্ট্রপতি রিচেপ তায়েপ এরদোগানের সঙ্গে আলোচনা করেছেন। তাঁদের ছাড়া অন্য কোন পক্ষ যেন কোন ধরণের সিদ্ধান্ত না নেয়,সেই দাবী জানিয়ে জেলেন্সকি বলেন, যুদ্ধ অবসানে তাঁদের মতামত নিতেই হবে।