মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেন যুদ্ধ অবসানের বিষয় নিয়ে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। উভয় রাষ্ট্রপতিই শান্তির পক্ষে মত প্রকাশ করেছেন বলে সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী ট্রাম্প জানিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি এক ঘণ্টার বেশি সময় ধরে রুশ রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেন, শ্রী পুতিন এই যুদ্ধের অবসানের পক্ষে মত প্রকাশ করেছেন। অদূর ভবিষ্যতে অস্ত্র বিরতি নিয়ে আলোচনায় তিনি আগ্রহ দেখিয়েছেন। ক্রেমলিন সূত্রের খবর রুশ রাষ্ট্রপতি শ্রী ট্রাম্পকে মস্কোয় আসার আমন্ত্রণ জানিয়েছেন।
অন্যদিকে, ইউক্রেনের রাষ্ট্রপতির দফতর থেকে জানানো হয়েছে, মার্কিন রাষ্ট্রপতি শ্রী জেলেনেস্কির সঙ্গে প্রায় এক ঘণ্টা ধরে কথা বলেছেন।