মার্কিন জাতীয় গোয়েন্দা দফতরের অধিকর্তা তুলসী গ্যাবার্ড ভারতীয় – প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিভিন্ন দেশ সফরের অঙ্গ হিসেবে ভারত সফরে আসছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রীমতী গ্যাবার্ড বলেছেন, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শান্তি ও স্বাধীনতার লক্ষ্য অর্জনে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ ও বার্তা বিনিময় চালিয়ে যেতে এবং ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে তাঁর এই ভারত সফর।
জাতীয় গোয়েন্দা দফতরের প্রধানের পদে আশিন হওয়ার পর এটা হবে শ্রীমতী গ্যাবার্ডের প্রথম ভারত সফর। শ্রীমতী গ্যাবার্ড অবশ্য গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরে ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় সাক্ষাৎ করেন।