মার্কিন উপ রাষ্ট্রপতি জে ডি ভ্যান্স চার দিনের সরকারি সফরে ভারতে আসছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এটাই হবে ভ্যান্সের প্রথম ভারত সফর। সফরকালে আগামীকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। উপরাষ্ট্রপতি এবং তাঁর প্রতিনিধিদলের দিল্লিতে অন্যান্য কর্মসূচি থাকবে এবং জয়পুর ও আগ্রাও সফর করার কথা রয়েছে। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি এবং ভারত-মার্কিন সম্পর্কের বিষয়টি পর্যালোচনা করার সুযোগ তৈরি করবে। এ বছর ১৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়েও মতবিনিময় করবে।
Site Admin | April 20, 2025 3:59 PM
মার্কিন উপ রাষ্ট্রপতি জে ডি ভ্যান্স চার দিনের সরকারি সফরে ভারতে আসছেন।
