মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 6, 2025 5:27 PM

printer

মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID ঘোষণা করেছে যে বিশ্বজুড়ে  তাদের সমস্ত সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মীদের প্রশাসনিক ছুটিতে পাঠানো হবে।

মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID ঘোষণা করেছে যে বিশ্বজুড়ে  তাদের সমস্ত সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মীদের প্রশাসনিক ছুটিতে পাঠানো হবে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিদেশদপ্তরের সঙ্গে USAID কে একীকরণ করার নির্দেশ কার্যকর হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়েছে  ৩০ দিনের মধ্যে বিদেশে নিযুক্ত USAID কর্মীদের ফিরিয়ে আনার লক্ষ্যে বিদেশদপ্তরের সঙ্গে কথা চলছে।  কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের পরিসংখ্যান অনুসারে, USAID-এর কর্মী সংখ্যা ১০,০০০-এরও বেশি, যার প্রায় দুই-তৃতীয়াংশ ৬০টিরও বেশি দেশ ও আঞ্চলিক মিশনে বিদেশে কর্মরত।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন