মার্কিণ যুক্তরাষ্ট্রের ফেডারেল অফ ব্যুরো অফ ইনভেস্টিগেসন- এফ বি আই এর অধিকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অনুগত ভারতীয় বংশোদ্ভুত কাশ প্যাটেল। গতকাল রাতে মার্কিণ সেনেটে ভোটাভুটিতে শ্রী প্যাটেল নির্বাচিত হন। আমেরিকার শীর্ষস্থানীয় ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা এফ বি আই এর নবম অধিকর্তা হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। সামাজিক মাধ্যমে শ্রী প্যাটেল রাষ্ট্রপতি ট্রাম্প এবং অ্যাটর্নি জেনারেল বন্ডিকে তাঁকে সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বিচার ব্যবস্থায় রাজনৈতিকীকরণ বন্ধ করার এবং এফবিআইয়ের প্রতি জনগণের আস্থা পুনর্নির্মাণের আশ্বাসও দিয়েছেন।
প্রাক্তন ফেডারেল ডিফেন্ডার এবং মার্কিন প্রতিরক্ষা বিভাগের চিফ অফ স্টাফ, কাশ প্যাটেল এখন আগামী ১০ বছরের জন্য এফ বি আইয়ের অধিকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। এফ বি আই অধিকর্তাদের রাজনৈতিক প্রভাব থেকে বিরত রাখার এবং কোনও নির্দিষ্ট রাষ্ট্রপতি বা প্রশাসনের আনুগত্য থেকে বিরত রাখার জন্য ১০ বছরের মেয়াদ দেওয়া হয়।