মাদক বিরোধী অভিযানে ভারতীয় উপকূল বাহিনী গুজরাটের সন্ত্রাসদমন ওয়ার্ডের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে ৩০০ কেজিরও বেশি মেথামফেটামাইন বাজেয়াপ্ত করেছে। এর মূল্য প্রায় ১৮০০ কোটি টাকা। গোপন সূত্রে খবর পেয়ে, উপকূল রক্ষী বাহিনী আন্তর্জাতিক সমুদ্র সীমান্ত লাইন বরাবর গতরাতে অভিযান চালায়। সন্দেহভাজনরা সমুদ্রের উপরে এই মাদক দ্রব্যগুলি জমা করছিল এবং সেখান থেকেই আন্তর্জাতিক সীমান্ত পথে পালিয়ে যাবার চেষ্টা করছিল বলে জানা গেছে। নৌকো করে পালানোর সময় তাদের ধরা হয়। মাদকসহ ধৃতদের পোরবন্দরে তদন্তের জন্য নিয়ে আসা হয়েছে।
Site Admin | April 14, 2025 10:07 PM
মাদক বিরোধী অভিযানে ভারতীয় উপকূল বাহিনী গুজরাটের সন্ত্রাসদমন ওয়ার্ডের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে ৩০০ কেজিরও বেশি মেথামফেটামাইন বাজেয়াপ্ত করেছে।
