মাঘ মাসের মাঝামাঝিতেও রাজ্যে জাঁকিয়ে শীতের দেখা নেই। তবে গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হওয়ায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হাল্কা শীতের আমেজ অনুভূত হচ্ছে। আগামী দু-এক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাষ।
কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দুটি তাপমাত্রাই স্বাভাবিকের শূন্য দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস নীচে।