মাইক্রোসফট আউটেজের কারণে বিশ্বব্যাপী পরিষেবা ক্ষেত্রে সমস্যা দেখা দিলেও ভারতের আর্থিক ও লেনদেন ব্যবস্থাপনায় এর কোনো প্রভাব পড়েনি। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নিয়ন্ত্রিত সংস্থাগুলির সঙ্গে আর বি আই বিষয়টি মূল্যায়ন করে দেখেছে। তাতে দেখা গেছে, মাত্র ১০টি ব্যাঙ্ক এবং এন বি এফ সিতে সামান্য কিছু সমস্যা দেখা দিয়েছিল। যার অধিকাংশই সমাধান হয়ে গেছে বা মেটানো হচ্ছে। সার্বিকভাবে ভারতীয় আর্থিক ব্যবস্থাপনা সুরক্ষিত এবং নির্বিঘ্নে রয়েছে। শীর্ষ ব্যাঙ্ক আরো জানিয়েছে, অধিকাংশ ব্যাঙ্কেরই জরুরী পরিষেবা সংক্রান্ত ব্যবস্থাপনা ক্লাউড সিস্টেমে নেই। অল্প কয়েকটি ব্যাঙ্ক ক্রাউডস্ট্রাইক টুল ব্যবহার করে।
এদিকে, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশোন অফ ইন্ডিয়া এন পি সি আই এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জানিয়েছেন, ইউপিআই সহ দেশের সামগ্রিক লেনদেন পরিকাঠামো গতকাল এর প্রভাবমুক্ত ছিল। ভবিষ্যতে এ ব্যাপারে সতর্ক থাকার জন্য সহযোগী সব সংস্থাকে সতর্ক করা হয়েছে বলেও আর বি আই জানায়।