মহিলা বনাধিকারিকের সঙ্গে দুর্ব্যবহার এবং কুকথার জেরে দলীয় নেতৃত্বের নির্দেশে কারামন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন পূর্ব মেদিনীপুরের রামনগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক অখিল গিরি। গতকাল তিনি জানিয়েছিলেন, আজ বিধানসভায় এসে মুখ্যমন্ত্রীর হাতে পদত্যাগ পত্র তুলে দেবেন তিনি। কিন্তু রাজ্য প্রশাসনের পক্ষ থেকে তাঁকে হোয়াটস অ্যাপে তাঁর ইস্তফা পত্র মুখ্য সচিবের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয় বলে খবর। সেই মতই পদত্যাগ পত্রের ছবি তুলে তিনি হোয়াটস অ্যাপে মুখ্য সচিবের দপ্তরে পাঠিয়ে দিয়েছেন বলে সাংবাদিকদের জানান শ্রী গিরি।
বন দপ্তরের বিরুদ্ধে স্থানীয় মানুষের দুর্নীতির অভিযোগ, মুখ্যমন্ত্রীকে পরে লিখিতভাবে তিনি জানাবেন।
গত শনিবার, তাজপুরে কাঁথি রেঞ্জের ফরেস্ট অফিসার মনীষা সাউকে অখিল গিরির শাসানি এবং কটু মন্তব্যের ভিডিও ভাইরাল হলে, সমালোচনার ঝড় ওঠে। সমুদ্রসৈকত এলাকায় বন দফতরের জায়গা থেকে উচ্ছেদ হওয়া হকারদের সমর্থনে ওই এলাকায় গিয়েছিলেন কারা মন্ত্রী। কর্তব্যরত সরকারি আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহারের কড়া সমালোচনা করে তাঁকে বনাধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার এবং পদত্যাগের নির্দেশ দেয় তৃণমূল কংগ্রেস।
যদিও, অখিল গিরির ইস্তফাতে সন্তুষ্ট নন বিরোধীরা। তাঁকে গ্রেপ্তারের দাবী জানিয়েছেন তারা।