মহিলাদের ডাবলসের ফাইনালে ডাবলসের খেতাব জিতেছেন দ্বিতীয় বাছাই আমেরিকার টেলর টাউনসেন্ড এবং চেক রিপাবলিকের ক্যাটেরিনা সিনিয়াকোভা জুটি। ফাইনালে তাঁরা তৃতীয় বাছাই লাটভিয়া-র জেলেনা অস্টাপেঙ্কো এবং তাইওয়ানের সিয়েহ সু-উই জুটিকে পরাজিত করেন। খেলার ফল- ৬-২/ ৬-৭/ ৬-৩।
Site Admin | January 27, 2025 9:47 AM
মহিলাদের ডাবলসের ফাইনালে ডাবলসের খেতাব জিতেছেন দ্বিতীয় বাছাই আমেরিকার টেলর টাউনসেন্ড এবং চেক রিপাবলিকের ক্যাটেরিনা সিনিয়াকোভা জুটি।
