মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 20, 2024 7:53 AM

printer

মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় ম্যাচে ভারত অস্ট্রেলিয়া’কে হারিয়ে ২-১’এ সিরিজ জিতে নিয়েছে।

নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মহিলাদের  টি ২০র তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬০ রানে হারিয়ে ২-১ এ সিরিজ জিতে নিয়েছে ভারত। 

          প্রথমে ব্যাট করতে নেমে, ভারত ২০ ওভারে চার উইকেটে ২১৭ রান করে। এটি  টি-টোয়েন্টিতে তাদের সর্বোচ্চ স্কোর । স্মৃতি মান্ধানা ৪৭ বলে ৭৭ এবং রিচা ঘোষ মাত্র ২১ বলে ৫৪ রান করেন। মহিলাদের টি-টোয়েন্টিতে দ্রুততম হাফ সেঞ্চুরির বিশ্বরেকর্ডও গড়েন রিচা ঘোষ । মাত্র ১৮ বলে তিনি পঞ্চাশে পৌঁছান। 

          জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৫৭ রান তুলতে সমর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের হয়ে রাধা যাদব নেন ৪ উইকেট। 

          রিচা তার উজ্জ্বল অর্ধশতরানের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ, এবং মান্ধানা তার তিনটি হাফ সেঞ্চুরি ও ১৯৩ রানের জন্য প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হন।           আগামী মাসের ২২, ২৪ ও ২৭ তারিখে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন