মহিলাদের এশিয়া কাপ T-20 ক্রিকেট প্রতিযোগিতায় গতবারের বিজয়ী ভারত তাদের প্রথম ম্যাচেই পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে দিয়েছে।
শ্রীলঙ্কার ডাম্বুলায় গতসন্ধ্যায় এই ম্যাচে জয়ের জন্য ১০৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ভারতের মেয়েরা ৩৫ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয়। ওপেনার স্মৃতি মান্ধানার ৪৫ এবং শেফালি ভার্মার ৪০ রান দলের জয়ের পথ প্রশস্ত করে। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৯ ওভার দু’ বলে ১০৮ রানে সবক’টি উইকেট হারায়। ভারতের দীপ্তি শর্মা ২০ রান দিয়ে ৩’টি উইকেট দখল করেন। তিনি ম্যাচের সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন।
ভারতের পরের ম্যাচ আগামীকাল সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে।
উল্লেখ্য, নবম এশিয়া কাপ T-20 প্রতিযোগিতার এবার আয়োজক দেশ শ্রীলঙ্কা। ৮’টি দেশের এই প্রতিযোগিতায় চারটি করে দল দু’টি গ্রুপে খেলছে। গ্রুপ ম্যাচের পর দলগুলি একে অপরের বিরুদ্ধে খেলবে।
ভারত ২০২২-এ মহিলাদের শেষ এশিয়া কাপ প্রতিযোগিতায় খেতাব দখল করে। তারা এপর্যন্ত সাত বার এশিয়া কাপ জয়ের রেকর্ডের অধিকারী।