মহা সপ্তমীর প্রাক্কালে দার্জিলিং এর পাহাড়ি এলাকায়, শিলিগুড়িতে এবং তরাই ডুয়ার্স অঞ্চলে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফুলপাতি শোভাযাত্রায় হাজার হাজার মানুষ অংশ নেন। মূলতঃ নেপালি ভাষাভাষী গোর্খা সম্প্রদায়ের ধর্মীয় ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান। দেবী দুর্গার ডোলি বা পালকি এবং অন্যান্য দেবদেবীর ট্যাবলো সহ এই শোভাযাত্রায় অংশ নেন বহু ধর্মীয় , সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন, যার মধ্যে ছিলেন বৌদ্ধরাও ।
Site Admin | October 10, 2024 9:38 PM