মহারাষ্ট্র মন্ত্রীসভা কেন্দ্রীয় সরকারের অভিন্ন পেনশন প্রকল্প- UPS এর সঙ্গে সাযুজ্য রেখে সংশোধিত ন্যাশনাল পেনশন স্কিম বা NPS-রুপায়নে অনুমোদন দিয়েছে। পয়লা মার্চ থেকে এই প্রকল্প কার্য্যকর হবে। মহারাষ্ট্রে ১৩ লক্ষ ৪৫ হাজার সরকারি এবং আধা-সরকারি কর্মী রয়েছেন। এর মধ্যে ৮ লক্ষ ২৭ হাজার কর্মী ন্যাশনাল পেনশন স্কিম এর আওতায় আছেন। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের পৌরহিত্যে মন্ত্রীসভা সংশোধিত প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। এতে বলা হয়েছে, অবসরকালে একজন কর্মী ডিএ সহ তাঁর অন্তিম বেতন এর ৫০ শতাংশ পেনশন পাবেন। পারিবারিক পেনশনের পরিমান হবে মূল পেনশনের ৬০ শতাংশ।
Site Admin | August 26, 2024 11:26 AM