মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের সঙ্গে সঙ্গেই ৪৮ টি বিধানসভা আসনের উপ নির্বাচনেও ভোট নেওয়া হবে।
এর মধ্যে আছে পশ্চিমবঙ্গের নৈহাটি, হাড়োয়া, তালডাংরা, সিতাই, মাদারিহাট এবং মেদিনীপুর এই ৬ টি আসন। এছাড়াও উত্তর প্রদেশের ৯, রাজস্থানের ৭, অসমের ৫, বিহার ও পাঞ্জাবের ৪ টি করে, কর্ণাটকের ৩ , কেরালা, মধ্য প্রদেশ ও সিকিমের ২ টি করে এবং ছত্তিসগড় , গুজরাট, মেঘালয় ও উত্তরাখণ্ডের ১ টি করে আসন।
কেরালার ওয়েনার ও মহারাষ্ট্রের নান্দেদ লোকসভা আসনের উপ নির্বাচনেও ভোট গ্রহণের প্রস্তুতি চলেছে।
নান্দেদ লোকসভা ও কেদারনাথ বিধানসভা আসনের উপ নির্বাচনে ভোট নেওয়া হবে ২০ শে নভেম্বর। বাকি সব কটি আসনেই ভোট গ্রহণ ১৩ ই নভেম্বর।
এ জন্যে প্রারথিপদ দাখিলের সময়সীমা আজ শেষ হয়েছে।সোমবার ২৮ শে অক্টোবর জমা পড়া মনোনয়ন পত্র গুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন বুধবার ৩০ তারিখ। ভোট গণনা ২৩ শে নভেম্বর।