মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

November 23, 2024 6:24 PM

printer

মহারাষ্ট্র ও ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে ভোট গণনা থেকে ইতোমধ্যেই ফলাফল বেশ খানিকটা স্পষ্ট হয়ে গেছে।

মহারাষ্ট্র ও ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে ভোট গণনা থেকে ইতোমধ্যেই ফলাফল বেশ খানিকটা স্পষ্ট হয়ে গেছে। মহারাষ্ট্রে এন ডি এ জোট বিপুল জয়ের পথে।

     অন্যদিকে ঝাড়খন্ডে অনেকটাই এগিয়ে আই এন ডি আই এ জোট।

মহারাষ্ট্রে ২৮৮ টি বিধানসভা আসনে গণনার গতিপ্রকৃতি অনুযায়ী শেষ খবর পাওয়া পর্যন্ত মহায়ূতি জোটের বিজেপি ৩৩টি আসনে জয়লাভ করেছে। এগিয়ে আছে ৯৯-টি আসনে।  

একনাথ শিন্ডের শিবসেনা জিতেছে ১৫টি, এগিয়ে ৪০-টি তে।  

অজিত পাওয়ারের নেতৃত্বাধীন  এনসিপি জয়ী হয়েছে ১৮টি আসনে, এগিয়ে আছে ২৩-টিতে ।

অন্যদিকে, মহা বিকাশ আঘাড়ি জোটের কংগ্রেস পেয়েছে ৪ টি আসন। এগিয়ে ১২-টি তে।  

শরদ পাওয়ার গোষ্ঠীর এনসিপিও পেয়েছে ৪ টি আসন, এগিয়ে ৬টিতে। উদ্ধব গোষ্ঠীর শিবসেনার দখলে গেছে ৫ টি আসন, এগিয়ে ১৬টিতে।    

      এদিকে, ঝাড়খন্ডে  ৮১ টি আসনের ফলাফল অনুযায়ী  ঝাড়খন্ড মুক্তি মোর্চা ১৪-টি আসনে জয়লাভ করেছে। এগিয়ে আছে ২১টিতে। কংগ্রেসের দখলে গেছে ৪ টি আসন। এগিয়ে আছে ১২টিতে।

আরজেডি পেয়েছে একটি আসন, এগিয়ে তিনটিতে। এখনও পর্যন্ত বিজেপি পেয়েছে ৪ টি আসন, এগিয়ে ১৬টিতে।   

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন