মহারাষ্ট্র ও ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের জন্য জোরাদর প্রচারাভিযান চলছে। মহারাষ্ট্রের নাসিকে আজ এক নির্বাচনী জনসভায় প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কেন্দ্রে NDA এবং রাজ্যের মহাযুতি সরকার পিছিয়ে পড়া শ্রেণীর উন্নয়নে দায়বদ্ধ। মহাযুতি জোট ক্ষমতায় আসলে নমো শ্বেতকারী প্রকল্পে বার্ষিক অর্থ সহায়তার পরিমাণ বাড়িয়ে ১৫,০০০ টাকা করা হবে বলে তিনি জানান। সাংলি জেলার শিরালায় আজ এক জনসভায় অংশ নিয়ে বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ বলেন, গত ২ বছরে সরকার ওই রাজ্যে যে কল্যাণমূলক কাজ চালিয়েছে, তা সাধারণ মানুষ প্রত্যক্ষ করেছেন। মহাযুতি সরকার ছত্রপতি শিবাজী মহারাজের আদর্শে অনুপ্রাণিত বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, মহারাষ্ট্র বিধানসভায় এক দফায় আগামী ২০শে, নভেম্বর ভোট নেওয়া হবে। ২৩ তারিখ গণনা।