মহারাষ্ট্র-এ সরকারের নামে বিভ্রান্তিকর খবর ছড়ানোর বিরুদ্ধে নীতি নির্দেশিকা জারী করা হয়েছে। রাজ্য সরকার সপ্তাহ দুয়েক আগে সরকারী প্রস্তাবনা বা GR এর মাধ্যমে একটি মিডিয়া নজরদারি কেন্দ্র স্থাপনের যে নির্দেশ জারি করে, তাঁর পরই এই পদক্ষেপ। ওই মিডিয়া কেন্দ্র স্থাপনের জন্যে আনুমানিক খরচ ধার্য করা হয় ১০ কোটি টাকা। এই কেন্দ্র , রাজ্য সরকার সংক্রান্ত যে কোন নেতিবাচক ও বিভ্রান্তিকর তথ্য ছড়ান হলে তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেবে, তা সে মুদ্রণ, বৈদ্যুতিন, সোশ্যাল বা ডিজিটাল যেই মাধ্যমেই হোক না কেন।
Site Admin | March 29, 2025 10:23 AM
মহারাষ্ট্র-এ সরকারের নামে বিভ্রান্তিকর খবর ছড়ানোর বিরুদ্ধে নীতি নির্দেশিকা জারী করা হয়েছে।
