মহারাষ্ট্রে পুনে শহরে আরো সাতজনের জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এদের মধ্যে পাঁচজন গর্ভবতী মহিলা রয়েছেন। জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত পুনেতে ৭২ জন জিকা আক্রান্তের সন্ধান মিলেছে।
Site Admin | August 5, 2024 9:44 AM
Site Admin | August 5, 2024 9:44 AM
মহারাষ্ট্রে পুনে শহরে আরো সাতজনের জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এদের মধ্যে পাঁচজন গর্ভবতী মহিলা রয়েছেন। জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত পুনেতে ৭২ জন জিকা আক্রান্তের সন্ধান মিলেছে।
গোপনীয়তা নীতি | কপিরাইট © 2025 নিউজ অন এয়ার। সমস্ত অধিকার সংরক্ষিত
সর্বশেষ আপডেট: 24th Jan 2025 | পরিদর্শক: 1480625