মহারাষ্ট্রে নতুন করে তিনজন গুলান ব্যারি সিনড্রোম, জিবিএস এ আক্রান্তের সন্ধান মিলেছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের খবর অনুযায়ী এ পর্যন্ত এই রোগে যে ১৭৩ জন আক্রান্ত বলে মনে করা হচ্ছিল, তার মধ্যে ১৪০ জন নিশ্চিত ভাবে জি বি এসে আক্রান্ত বলে জানা গেছে। এদের মধ্যে ৭২ জন আরোগ্য লাভ করেছেন। ৫৫ জন ICUতে চিকিৎসাধীন,২১ জন রয়েছেন ভেন্টিলেটর সাপোর্টে।
এ ধরনের বেশিরভাগ সংক্রমনের খবর মিলেছে পুনে এবং তার আশপাশের পিম্পরি, ছিঞ্চোয়ারের মত জেলাগুলি থেকে। রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হওয়ার এই অসুখের লক্ষণ, হঠাৎ করে হাত বা পায়ে দুর্বলতা বোধ করা, হাঁটতে অসুবিধা এবং পেটের অসুখ হওয়া।
সতর্কতামূলক ব্যবস্থার হিসেবে মানুষজনকে পরিশ্রুত জল এবং ফোটানো জল পান করার, তাজা খাবার খাওয়ার এবং বাসি খাবার এড়িয়ে চলা, আধা রান্না করা- বিশেষত পোল্ট্রিজাত পণ্য ও খাসির মাংস না খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে ।স্বাস্থ্য দপ্তর জনগণকে আতঙ্কিত না হওয়ার এবং এই রোগের কোনরকম লক্ষণ দেখা গেলে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছে।