মহারাষ্ট্রে এক দফায় এবং ঝাড়খন্ডে দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচনের জন্য জমা পড়া মনোনয়ন পত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হবে। গতকালই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।
মহারাষ্ট্রে ২৮৮ টি বিধানসভা আসনে এবং ঝাড়খণ্ডের দ্বিতীয় দফায় ৩৮ টি আসনের জন্য ভোটগ্রহণ আগামী ২০ শে নভেম্বর।
মহারাষ্ট্রে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন চৌঠা নভেম্বর ।
অন্যদিকে ঝাড়খন্ড বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ২দফায়।
এখানে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পয়লা নভেম্বর। ঝাড়খণ্ডে প্রথম দফার ভোটের জন্য গত সোমবার মনোনয়ন পত্র গুলি পরীক্ষা করে দেখার পর ৭৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতার আসরে রয়েছেন। রাজ্যে ৪৩ টি আসনে প্রথম দফায় ১৩ ই নভেম্বর ভোট নেওয়া হবে।
রাজ্যে ভোট ঘোষণা পর থেকে গতকাল পর্যন্ত বেআইনি সরঞ্জাম এবং নগদ 86 কোটি 32 লক্ষ টাকার বেশি উদ্ধার করা হয়েছে। আদর্শ আচরণ বিধি লঙ্ঘন সংক্রান্ত অভিযোগে কুড়িটি এফ আই আর দায়ের করা হয়েছে।