মহারাষ্ট্রে, একজন কুখ্যাত নকশাল নেতাসহ ১১ জন মাওবাদী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাবিসের উপস্থিতিতে আত্মসমর্পণ করেছে। এর মধ্যে আটজন মহিলা ও তিনজন পুরুষ। এই ১১ জন মাওবাদীর বিরুদ্ধে মহারাষ্ট্র সরকার ১ কোটি টাকার বেশি পুরস্কার ঘোষণা করেছিল। ছত্তিশগড় সরকার তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছিল। আত্মসমর্পণের পর এদের ভবিষ্যত জীবন যাপনের জন্য ৮৬ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
এই অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ফড়নবীস বলেন যে উত্তর গারচিরোলি জেলা মাওবাদ থেকে মুক্ত হয়েছে, এবং শীঘ্রই দক্ষিণ গদচিরোলিও মুক্ত হবে। তিনি বলেন, গত ৪ বছরে একজন যুবকও মাওবাদে যোগ দেয়নি, যা একটি বড় সাফল্য ।