মহারাষ্ট্রের জলগাঁও জেলার পাচোরা স্টেশনের কাছে আজ সন্ধ্যায় এক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ১৪ জন। নিহত এবং আহতরা প্রত্যেকেই পুষ্পক এক্সপ্রেসের যাত্রী। মধ্য রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক স্বপ্নিল নীলা জানিয়েছেন, পুষ্পক এক্সপ্রেসে অগ্নিকান্ডের মিথ্যা গুজবের জেরে আপত্কালীন আ্যালার্ম চেইন টানার ফলে বেশ কিছু যাত্রী ট্রেন থেকে নেমে পাশের লাইনে দাঁড়িয়েছিলেন। সেই সময়ে কর্ণাটক এক্সপ্রেসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। মুখ্যমন্ত্রী মৃতদের নিকট আত্মীয়দের এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন।