মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 23, 2025 10:54 AM

printer

মহারাষ্ট্রের জলগাঁওয়ে মর্মান্তিক রেল দুর্ঘটনায় প্রধানমন্ত্রী গভীর দুঃখপ্রকাশ করেছেন। গতকালের এই দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে।

মহারাষ্ট্রের জলগাঁওয়ে মর্মান্তিক রেল দুর্ঘটনা গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। তিনি বলেন, কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে।

এদিকে মহারাষ্ট্রের জল্গাঁও এ ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতদেহগুলি জলগাঁও সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হয়েছে।  নিহত পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। রেলওয়ে প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার কারণে মুম্বাই থেকে আসা-যাওয়ার প্রায় ৮টি ট্রেন দেড় থেকে দুই ঘণ্টা বিলম্বে চলাচল করছে। এতে পাঞ্জাব মেল, গীতাঞ্জলি, হরিদ্বার, কর্ণাটক এক্সপ্রেস, সীতাপুর সুপার ফাস্ট এবং বদনেরা নাসিক ট্রেন অন্তর্ভুক্ত ছিল।

আগেই জানানো হয়েছে মহারাষ্ট্রের জলগাঁও জেলার পাচোরা স্টেশনের কাছে সংলগ্ন অন্য একটি ট্র্যাকের মধ্য দিয়ে যাওয়া কর্ণাটক এক্সপ্রেসের ধাক্কায় পুষ্পক এক্সপ্রেসের অন্তত এগারোজন যাত্রী নিহত হয়েছেন এবং ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। জলগাঁও এসপি ড মহেশ্বর রেড্ডির জানিয়েছেন আহতেরা সকলেই সুস্থ আছেন।

সেন্ট্রাল রেলওয়ের চিফ পিআরও, স্বপ্নিল নীলার মতে, পাশের একটি কোচে আগুন লাগার মিথ্যা গুজবের কারণে অ্যালার্ম চেইন টেনে কয়েকজন যাত্রী হুড়মুড় করে ট্রেন থেকে নেমে যাওয়ার সময় পাশের লাইনে আসা ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে।

একটি টুইটে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নভিস দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং শোকাহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। তিনি বলেন, আহতদের পুরো খরচও রাজ্য সরকার বহন করবে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাষ্ট্রের জলগাঁওয়ে রেলপথ দুর্ঘটনায় যাত্রীদের মৃত্যুর জন্য শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে রাষ্ট্রপতি মুর্মু আহত যাত্রীদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। তিনি আরও আশ্বস্ত করেছেন যে স্থানীয় প্রশাসন আহতদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে।ভারত- বাংলাদেশ                                 ২৩.০১.২০২৫

 ভারত-বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা এবং সহযোগিতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ সমস্যাগুলির সমাধানের জন্য বর্ডার সিকিউরিটি ফোর্স -বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশ -বিজিবি এর মধ্যে গতকাল মালদহ-চাঁপাইনবাবগঞ্জ সেক্টরে, একটি সেক্টর কমান্ডার-পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।  বৈঠকে সীমান্ত সংক্রান্ত সমস্যা, অনুপ্রবেশ ও মাদক চোরাচালানকে প্রশমিত করার উপায় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ অব্যাহত যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে এই ধরণের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন