মহাদেব বুক অনলাইন বেটিং কেলেঙ্কারি মামলায় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো- CBI আজ কলকাতা, ছত্তিশগড়, ভোপাল ও দিল্লির ৬০টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। এর মধ্যে রয়েছে মহাদেব বুকের প্রধান কর্মকর্তা, রাজনীতিবিদ, আমলা, পুলিশ আধিকারিক, এবং এই মামলার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তির বাড়ি ও অফিস।
CBI এক বিবৃতিতে জানিয়েছে, এই মামলায় রবি উপ্পল এবং সৌরভ চন্দ্রকার-এই দুই অভিযুক্ত, একটি অনলাইন বেটিং প্ল্যাটফর্ম চালু করেছিল। তার মাধ্যমে তারা সরকারি কর্মচারীদের প্রচুর অর্থ প্রদান করেছে বলে অভিযোগ। দুজনেই বর্তমানে দুবাইতে রয়েছে। CBI আরও জানিয়েছে, এই মামলায় বেশ কিছু ডিজিটাল ও তথ্যভিত্তিক প্রমাণ পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তল্লাশি চলছে।
অন্যদিকে, ৬’হাজার কোটি টাকার ‘মহাদেব অ্যাপ’ কেলেংকারি মামলায় CBI আজ ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাসভবনে তল্লাশি চালায়। রায়পুর ও ভিলাই-তে বাঘেলের দুটি বাড়িতে এই অভিযান চালানোর পাশাপাশি ছত্তিশগড়ের বিভিন্ন শহরের ২০ টি জায়গায় এই তল্লাশি চলে। এর মধ্যে ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর কয়েকজন ঘনিষ্ঠ, চার IPS সহ সাত পুলিশ আধিকারিক এবং কয়েকজন প্রাক্তন IAS আধিকারিকের বাড়িও।
উল্লেখ্য, CBI, ছত্তিশগড় পুলিশের অপরাধ দমন শাখা থেকে ‘মহাদেব অ্যাপ’ কেলেংকারির তদন্তভার হাতে নিয়েছে। ছত্তিশগড় পুলিশের পক্ষ থেকে এই মামলায় বাঘেল ছাড়াও অ্যাপ-এর প্রমোটার রবি উপ্পল, সৌরভ চন্দ্রকার, শুভম সোনি, অনিল কুমার আগরওয়াল এবং আরো ১৪ জনের নামে FIR দায়ের করে।