মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেন, ‘ভারত ছাড়ো’ আন্দোলন দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। উপনিবেশিক শাসন থেকে ভারতকে মুক্ত করতে এই আন্দোলন অত্যন্ত কার্যকরী হয়েছিল।স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রধানমন্ত্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের প্রোফাইল পিকচার বদলে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা করেছেন।‘হর ঘর তিরঙ্গা’ অভিযানকে গণ আন্দোলনে পরিণত করতে প্রধানমন্ত্রী দেশবাসীকেও তাদের প্রোফাইল পিকচার পরিবর্তন করে ‘হর ঘর তিরঙ্গা’ ওয়েবসাইটে আপলোড করার আহ্বান জানান।
Site Admin | August 9, 2024 1:21 PM