মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 22, 2025 10:50 AM

printer

মহাকুম্ভ মেলায় বিপুল পুন্যার্থী সমাগমের প্রেক্ষিতে উত্তরপ্রদেশ শিক্ষা পর্ষদ আগামী সোমবার ২৪-শে ফেব্রুয়ারী প্রয়াগরাজের প্রার্থীদের জন্য হাইস্কুল ও ইন্টারমিডিয়েট পরীক্ষা স্হগিত করে দিয়েছে।

মহাকুম্ভ মেলায় বিপুল পুন্যার্থী সমাগমের প্রেক্ষিতে উত্তরপ্রদেশ শিক্ষা পর্ষদ আগামী সোমবার ২৪-শে ফেব্রুয়ারী প্রয়াগরাজের প্রার্থীদের জন্য হাইস্কুল ও ইন্টারমিডিয়েট পরীক্ষা স্হগিত করে দিয়েছে। উত্তরপ্রদেশ মাধ্যমিক শিক্ষা বিভাগের যুগ্ম সচিব অশোক কুমার গতকাল এই মর্মে এক নোটিশ জারি করেন। পরিবর্তিত সূচী অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে আগামী ৯-ই মার্চ।

উল্লেখ্য, ২৪-শে ফেব্রুয়ারী সকাল সাড়ে আটটা থেকে ১১-টা ৪৫ পর্যন্ত দশম শ্রেণীর পড়ুয়াদের প্রাথমিক হিন্দি পরীক্ষা এবং দ্বিতীয়ার্দ্ধে ২-টো থেকে ৫-টা ১৫ মিনিট পর্যন্ত স্বাস্হ্য পরিষেবা সংক্রান্ত পরীক্ষা গ্রহণের কথা ছিল।

অন্যদিকে, ইন্টার মিডিয়েট পড়ুয়াদের জন্য প্রথমার্ধে মিলিটারি সায়েন্স  ও দ্বিতীয়ার্দ্ধে হিন্দি পরীক্ষা গ্রহণের কথা ছিল। পরিবর্তিত দিনে পরীক্ষার সূচী অপরিবর্তিত থাকবে বলেও পর্ষদ সূত্রে জানা গেছে।

পর্ষদের সচিব ভগবন্ত সিং অবশ্য বলেছেন, শুধুমাত্র প্রয়াগরাজ জেলার জন্যই পরীক্ষা গ্রহণের দিন পিছিয়ে দেওয়া হবে। বাকি জেলাগুলিতে ২৪ তারিখেই পরীক্ষা নেওয়া হবে।

উল্লেখ্য, ফেব্রুয়ারীর ২৪ থেকে শুরু হচ্ছে উত্তরপ্রদেশের বোর্ড পরীক্ষা। ১২-ই মার্চ পর্যন্ত তা চলার কথা।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন