মহাকুম্ভ মেলায় তীর্থযাত্রীদের সুবিধার জন্য শ্রী মাতা বৈষ্ণোদেবী রেলওয়ে স্টেশন, কাটরা এবং প্রয়াগরাজের মধ্যে তিনটি বিশেষ ট্রেন চালানো হবে বলে উত্তর রেল জানিয়েছে।
আকাশবাণীর জম্মু সংবাদদাতা জানিয়েছেন যে, প্রথম ট্রেনটি ২৪শে জানুয়ারী ভোর ৩:৫০ মিনিটে শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা স্টেশন থেকে ছেড়ে যাবে এবং ২৫শে জানুয়ারী প্রয়াগরাজ থেকে ফিরে আসবে। আরো দুটি ট্রেন ৭ই এবং ১৪ই ফেব্রুয়ারি কাটরা রেলস্টেশন থেকে ৩:৫০ মিনিটে ছেড়ে যাবে এবং পরের দিন ভোর ৪:২৫ মিনিটে প্রয়াগরাজে পৌঁছাবে। ৮ই এবং ১৫ই ফেব্রুয়ারি প্রয়াগরাজ থেকে সন্ধ্যা সাড়ে সাতটায় রওনা দিয়ে কাটরা স্টেশনে রাত ১০ টায় পৌঁছাবে।