মহাকুম্ভ উপলক্ষে ভারতীয় রেল ১৩ হাজার ট্রেন চালাবে। মেলায় প্রায় ৪০ কোটি ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। ৫০ দিনের এই সময়কালে ১০ হাজার নিয়মিত ট্রেন এবং ৩ হাজার বিশেষ ট্রেন চালানো হবে।
এদিকে, ১৮৩-টি দেশের ৩৩ লক্ষের বেশি মানুষ ইতিমধ্যেই মহাকুম্ভের ওয়েবসাইট kumbh.gov.in– ভিজিট করেছেন। মেলা সম্পর্কে বিশস্ত তথ্য পেতে এই ওয়েবসাইটকে ভরসা করছেন বিশ্বের নানা প্রান্তের ভক্তরা। উত্তরপ্রদেশ সরকার মহাকুম্ভকে ডিজিটাল মহাকুম্ভ হিসেবে ঘোষণা করেছে।