মহাকুম্ভের জন্য চলা কয়েকটি বিশেষ ট্রেন বাতিল করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় যে খবর ছড়িয়েছে তা সম্পূর্নরূপে গুজব বলে ভারতীয় রেল জানিয়েছে। রেলওয়ে বোর্ডের তথ্য ও সম্প্রচার বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর দিলীপ কুমার আকাশবাণী সংবাদকে জানিয়েছেন, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। মৌনি অমাবস্যা উপলক্ষে বিপুল পুন্যার্থী সমাগমের কথা মাথায় রেখে রেল বিভিন্ন স্টেশন থেকে ৩৭০টিরও বেশি ট্রেন চালাচ্ছে বলে তিনি জানান।
আগেই জানানো হয়েছে, উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় বেশ কিছু পূণ্যার্থী হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এরপরই ট্রেন বাতিলের খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে।