মহাকাশে আটকে পড়া দুই মার্কিন নভোশ্চর, সুনিতা ইউলিয়ামস এবং বুচ উইলমোরের আজ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে পৃথিবীতে ফিরে আসার সম্ভাবনা। এক বিবৃতিতে নাসা জানিয়েছে তাঁদেরকে স্পেসেক্স ড্রাগন মহাকাশযানে পৃথিবীতে ফিরিয়ে আনা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, বোয়িং স্টার লাইনার মহাকাশ যানের যান্ত্রিক গোলযোগের কারণে এই দুই নভোশ্চর গত জুন মাস থেকে প্রায় ৯ মাস আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আটকে পড়েন। তাঁদের সঙ্গে, নাসার নিক হেগ ও রসকসমসের আলেক্সান্ডার গর্বাণভও পৃথিবীতে ফিরে আসবেন। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের নিয়ম অনুসারে নভোশ্চরেরা সাধারণত ৬ মাসের বেশি সেখানে থাকেন না।