মরিশাস সফরের দ্বিতিয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর,আজ এক গুচ্ছ কর্মসূচী রয়েছে। প্রথমেই তিনি সেদেশের জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এই নিয়ে দ্বিতীয়বার তিনি সেদেশের জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এই অনুষ্ঠানে ভারতীয় মার্চেন্ট দল, বিমান বাহিনীর আকাশ গঙ্গা স্কাই ডাইভিং টিম ও নৌবাহিনীর জাহাজ- ইম্ফল অংশ নেবে।
এছাড়াও প্রধানমন্ত্রী আজ একাধিক চুক্তি স্বাক্ষর করবেন। মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রী মোদী সেখানে, সিভিল সার্ভিস কলেজ ও এরিয়া হেলথ সেনটারেরও উদ্বোধন করবেন। ভারতের সহযোগিতায় মরিশাসে এই প্রকল্প দুটি গড়ে তোলা হয়েছে। দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী সেখানকার পবিত্র তীর্থস্থান গঙ্গা তালাব পরিদর্শন করবেন। সেখানে মহা কুম্ভের পবিত্র সঙ্গম জল উৎসর্গ করবেন শ্রী মোদী।
এর আগে প্রধানমন্ত্রী গত সন্ধ্যায় পোর্ট লুইতে মরিশাসের প্রধানমন্ত্রী ডঃ নবীনচন্দ্র রামগুলামের সঙ্গে এক বৈঠকে দুদেশের মধ্যে অংশীদারিত্বের সম্পর্ক আরো জোরদার করার বিষয়টি পুনর্ব্যক্ত করেন। উভয় নেতা, দ্বিপাক্ষিক সম্পর্কেরবিভিন্ন দিক খতিয়ে দেখেন, এই সম্পর্ক সুনিবিঢ় করে তোলার নতুন নতুন পন্থা পদ্ধতি নিয়েও আলাপ আলোচনা করেন তাঁরা। প্রতিরক্ষা, নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং সাংস্কৃতিকবিনিময়ের মতো বিভিন্ন বিষয়ে মূলতঃ জোর দেওয়া হয় এই বৈঠকে। ভারত যে মরিশাসের উন্নয়নের অন্যতম অংশীদার হতে পেরে গর্বিত, সেব্যাপারেও শ্রী মোদী সেদেশের প্রধানমন্ত্রীকে অবহিত করেন। ডঃ নবীনচন্দ্র রামগুলাম , শ্রী মোদীকে এক নৈশ ভোজে আপ্যায়িত করেন।
সেখানে শ্রী মোদী বলেন, উভয় দেশের অংশীদারিত্ব, শুধুমাত্র ঐতিহাসিক সম্পর্কেই সীমাবদ্ধনয়, পারস্পরিক আস্থা, মূল্যবোধ এবং উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে তা’ গড়ে উঠেছে।
অন্যদিকে নরেন্দ্র মোদীকে গতকাল প্রথম ভারতীয় হিসেবে মরিশাসের সর্বোচ্চ নাগরিক সম্মান- Grand Commander of the Order of the Star and Key of the Indian Ocean- এ ভূষিত করা হয়। ভারতীয় সম্প্রদায়ের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী, এই সম্মানের জন্য মরিসাস সরকার ও সেদেশের জনগনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এটি শুধুমাত্র তাঁর নয়,এটি দু দেশের ঐতিহাসিক বন্ধনের সম্মান।